হোম > সারা দেশ > নরসিংদী

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন গৃহবধূ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

রায়পুরা থানা। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে তারাবির নামাজের সময় শিশুটির মা শিরিনা আক্তার (২৫) তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু আনাস মিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিনাকে বিয়ে করেন ডালিম। তিন বছর পর জীবিকার তাগিদে ডালিম সৌদি আরবে পাড়ি জমান। একমাত্র সন্তান নিয়ে শিরিনা শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গতকাল শনিবার রাতে তারাবির নামাজের সময় নাতির চিৎকার শুনে পাশের ঘরে নামাজরত দাদি গিয়ে দেখেন নাতির রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। ততক্ষণে শিশুটির মা পালিয়ে গেছেন।

তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, দাদি তা জানাতে পারেননি। স্থানীয়দের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এলাকায় ঘটনা জানাজানি হলে শিশুটির মাকে ধরিয়ে দিতে স্থানীয়রা মাইকিং করে। আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাজমুল হোসেন লাশ হেফাজতে নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, হত্যার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে আজ রোববার সকালে উপজেলার হাসনাবাদের আমিরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে নিহত শিশুটির মা শিরিন আক্তারকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে বলে ওসি জানিয়েছেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি