সিরাজগঞ্জের কামারখন্দে এসিআই ফুড কারখানার ডোবা থেকে শামিম হোসেন নামের মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ তুলে সেখানে হামলা চালায় এলাকাবাসী।
আজ শুক্রবার দুপুরে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শামিম হোসেন কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শামিম। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে আজ দুপুর ১২টার দিকে এসিআই ফুড কারখানার পাশে ডোবায় শামিমের লাশ পরে থাকতে দেখেন তাঁর বাবা সাইফুল। এ সময় পরিবারের অন্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে শ্বাসরোধে হত্যা ও লাশে আগুন দেওয়ার আলামত দেখতে পায়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার বেশ কয়েকটি গ্লাস ভেঙে যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, মানসিক প্রতিবন্ধী ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।