হোম > সারা দেশ > ঢাকা

লাখে ২ হাজার লাভের ফাঁদ ফেলে ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মূল হোতা গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মো. নাজিম উদ্দিন তনু (৩৭)। ছবি: আজকের পত্রিকা

অধিক মুনাফার লোভ দেখিয়ে ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামের এক এনজিওর গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. নাজিম উদ্দিন তনু (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার সকালে ঢাকার দক্ষিণখান এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নওগাঁ জেলার জগৎসিংহপুর এলাকায়।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধু মিতালী ফাউন্ডেশন নামের এনজিওটির নওগাঁ সদরের অফিসপাড়ায় কার্যক্রম পরিচালিত হতো। সেখানে সঞ্চয় আমানত, মাসিক ডিপিএস এবং এককালীন ঋণ সুবিধার কথা বলে বিপুল গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। প্রতি লাখ টাকার বিপরীতে মাসে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। বাদীর দাবি, তাঁর আমানত ছিল ২০ লাখ টাকা এবং প্রতিষ্ঠানের মোট আমানত ছিল ১৫০ কোটি টাকার মতো।

তদন্ত সূত্রে জানা যায়, শুরুর দিকে মনোনীত কিছু গ্রাহককে প্রতিশ্রুত লভ্যাংশ দিলেও পরে তা সুকৌশলে প্রচার করে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের মধ্যে বড় ধরনের বিনিয়োগ আকর্ষণ করে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের আগস্টের পর থেকে আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দিলে গ্রাহকেরা অর্থ উত্তোলনে সমস্যায় পড়েন। অভিযোগ জানালে পরিচালক নাজিম উদ্দিন তনু সময়ক্ষেপণ করতে থাকেন। গত বছরের নভেম্বর মাসে গ্রাহকেরা অফিসে গিয়ে অর্থ ফেরত চাইলে কর্তৃপক্ষ টালবাহানা করে এবং একপর্যায়ে ভুক্তভোগীদের অফিস থেকে বের করে দেন।

এ ঘটনায় এক ভুক্তভোগী গত বছরের ১২ নভেম্বর নওগাঁ সদর থানায় একটি মামলা করেন। প্রাথমিক তদন্তে ৮০০ জনের বেশি গ্রাহক মোট ৬০০ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ হারিয়েছেন বলে জানা গেছে। সিআইডি জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মামলাটির দায়িত্ব বর্তমানে সিআইডির নওগাঁ জেলা ইউনিটের কাছে। এ পর্যন্ত প্রধান আসামি নাজিম উদ্দিন তনুসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে