হোম > সারা দেশ > রাজবাড়ী

‘একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, মানুষ আস্থা রাখবে কেন’

রাজবাড়ী প্রতিনিধি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে কেন? এ দেশে সুবিচার পাওয়া যায়, বিচার পাওয়া যায়, এটা তারা ভাববে কেন? বরং ভাববে বিচার-আচার দিনকে দিন উঠে গেছে। অর্থাৎ কনফিডেন্সের মাত্রা আমার মনে হয় দিন দিন লোপ পেয়ে গেছে। আমাদের দায়িত্ব হলো কনফিডেন্স ফিরিয়ে আনা।

আজ রোববার দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি প্রধান বিচারপতি হিসেবে যোগদান করার পর পরই বলেছি, প্রজাতন্ত্রের মালিক জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই তাদের প্রতি সুবিচার করতে হবে। সকাল ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে হবে। এ ক্ষেত্রে আইনজীবীদেরও সহযোগিতা করতে হবে। মানুষ টাকার অভাবে যেন সুবিচার থেকে বঞ্চিত না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা, সাধারণ সম্পাদক বিজন বোস, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু