হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শিক্ষকের বেধড়ক পিটুনিতে মাদ্রাসাছাত্র আহত 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জোবায়ের শেখ (১৪) নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে না জানিয়ে বাসায় যাওয়ার অপরাধে ওই ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মো. শহর আলী শেখের ছেলে। তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. শহর আলী শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক মঈনুল ইসলামকে (২২) গ্রেপ্তার করছে পুলিশ। ওই শিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গ্রীসনগর গ্রামের মাহমুদ শেখের ছেলে। আজ বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গতকাল দুপুরে শিক্ষার্থী জোবায়ের মাদ্রাসার কাউকে কিছু না বলে বাড়িতে যায়। পরে সে আবার মাদ্রাসায় ফিরে এলে সন্ধ্যায় শিক্ষক মঈনুল ইসলাম জোবায়েরকে বেত দিয়ে বেধড়ক আঘাত করেন। জোবায়ের সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানায়। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার বিচার দাবি করে শিক্ষার্থীর বাবা শহর আলী শেখ বলেন, ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।

অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি নাসিরুদ্দিন। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ