হোম > সারা দেশ > গাজীপুর

৯৯৯ এ ফোন করে অপহৃত ছেলেকে ফিরে পেলেন মা

প্রতিনিধি, গাজীপুর

পুলিশের জরুরি সেবার কল সেন্টার ৯৯৯–এ ফোন করে অপহৃত ছেলেকে ফিরে পেয়েছেন এক অসহায় মা। ৯৯৯–এ ফোন পাওয়ার আট ঘণ্টার মধ্যে অপহৃত ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় গাজীপুর মহানগর পুলিশ। অপহৃত ছেলের নাম রাসেল। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার বাসিন্দা। 

অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. মোক্তার হোসেন (১৯) ও মো. রিফাত হাওলাদার (২৫)। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ–পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. জাকির হাসান জানান, গতকাল সোমবার (১৬ আগস্ট) রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে বাড়ি ফিরছিলেন রাসেল। হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা চারজন একটি প্রাইভেট কারে এসে রাসেলকে জোরপূর্বক তুলে নিয়ে যান। 

অপহরণকারীরা রাসেলের মোবাইল নম্বর থেকে তাঁর মায়ের নম্বরে ফোন দেন। রাসেলের মায়ের কাছ থেকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাসেলের মা অপহরণকারীদের কাছে জানতে চান, আপনারা কোথা থেকে টাকা গ্রহণ করবেন? অপহরণকারীরা রাসেলের মাকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় আসতে বলেন। রাসেলের মা এরশাদনগর এলাকায় এসে জাতীয় জরুরি সেবা “৯৯৯”–এ ফোন করে তার ছেলেকে উদ্ধারের জন্য আকুতি জানান। 

রাসেলের মায়ের ফোনকল পেয়ে জিএমপির টঙ্গী পূর্ব থানার পুলিশ এরশাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক