নারায়ণগঞ্জের আড়াইহাজারে নছিমন উল্টে আলী আকবর (৬৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর উচিৎপুরা এলাকার মৃত ইসমাইলের ছেলে।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, মাছ আনার জন্য ভোরে আলী আকবর দুই ছেলেকে সঙ্গে নিয়ে একটি নছিমনে রওনা দেন রূপগঞ্জের ভুলতার উদ্দেশে। পথে গহরদী এলাকায় পৌঁছালে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। নছিমনের নিচে চাপা পড়েই তাঁর মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।