রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টা ৪৪ মিনিটে ডেমরা সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা কম। দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।