হোম > সারা দেশ > ঢাকা

সিনিয়র আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগকে আরও এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বিচারব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা ও কার্যকর পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। আপনারা সকলেই সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন। মতামত ও প্রস্তাবসমূহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাঠাতে পারবেন। এ ছাড়া ব্যক্তি হিসেবে নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের এই পরিকল্পনা নিখুঁত হবে না জানি, কিন্তু পথচলার জন্য পরিকল্পনা থাকা আবশ্যক। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পরিকল্পনা একটি দিকনির্দেশনা হিসেবে থাকবে। এর অনেক কিছুই তাদের পথ চলতে সহায়ক হবে।’ 

সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এম আমীর-উল ইসলাম, সিনিয়র আইনজীবী রাবেয়া ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বারের বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী প্রমুখ।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ