হোম > সারা দেশ > ঢাকা

সিনিয়র আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগকে আরও এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বিচারব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা ও কার্যকর পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। আপনারা সকলেই সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন। মতামত ও প্রস্তাবসমূহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাঠাতে পারবেন। এ ছাড়া ব্যক্তি হিসেবে নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের এই পরিকল্পনা নিখুঁত হবে না জানি, কিন্তু পথচলার জন্য পরিকল্পনা থাকা আবশ্যক। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পরিকল্পনা একটি দিকনির্দেশনা হিসেবে থাকবে। এর অনেক কিছুই তাদের পথ চলতে সহায়ক হবে।’ 

সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এম আমীর-উল ইসলাম, সিনিয়র আইনজীবী রাবেয়া ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বারের বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী প্রমুখ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির