হোম > সারা দেশ > ঢাকা

সাজার বিরুদ্ধে বিএনপি নেতা আমানের আপিল ও জামিনের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাঁর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এ আপিল দায়ের করেন। একই সঙ্গে তাঁর জামিনের আবেদনও করা হয়েছে আপিলে।

গত ১০ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় দণ্ডিত আমান উল্লাহ আমান আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় একই বছরের ২১ জুন আমানকে ১৩ বছর এবং তাঁর স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আমান দম্পতি। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন।

গত ৩০ মে হাইকোর্ট আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ