হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে গরম সেমাইয়ে দগ্ধ বন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম কারাগারে বিজয় দিবস উপলক্ষে সেমাই রান্না করতে গিয়ে দগ্ধ সাজাপ্রাপ্ত কারাবন্দী জাহাঙ্গীর আলম (২৫) মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, ‘বন্দীর শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। গত ১৮ ডিসেম্বর দগ্ধ জাহাঙ্গীর আলমকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেদিনই তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।’ 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রোকনুজ্জামান বলেন, ‘ওই বন্দী কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কারাগারের ভেতরে বন্দীদের জন্য রান্না করছিলেন। এ সময় জাহাঙ্গীরের শরীরে গরম সেমাই পড়ে দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’ 

কারারক্ষী আরও বলেন, ‘জাহাঙ্গীরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায়। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হবে। তাঁর আত্মীয়স্বজন ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।’ 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ