হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারী পোশাককর্মীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি

নিহত পোশাক কর্মীর স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

গাজীপুরে এক নারী পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পোশাককর্মীর নাম শারমিন আক্তার। তিনি ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি মহানগরীর সদর মেট্রো থানাধীন পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকতেন। সেখানে স্থানীয় প্রীতি গার্মেন্টসে কাজ করতেন তিনি।

নিহতের স্বজনদের অভিযোগ, শারমিন আক্তার গত বৃহস্পতিবার ডিউটি শেষ করে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন। তিনি বাড়ির পাশে পৌঁছালে স্বামী তাঁকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক