হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিহত শাওন ও শিমুল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বন্দরের মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শেদ।

নিহতরা হলেন বন্দরের মুরাদপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) এবং একই এলাকার শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ শাওন (১৭)। আহত হয়েছেন তাঁদেরই বন্ধু ফাহিম খান।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগে ইউটার্ন ঘুরে চট্টগ্রামমুখী লেনে এলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে তাঁদের ২০০ মিটার সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাওন ও শিমুল মারা যান। আর ফাহিমকে ঢামেকে পাঠানো হয়েছে।

আহত ফাহিম খান জানান, তাঁরা অল্প কিছুদিন হলো মোটরসাইকেল চালানো শিখেছেন। গতকাল কিছুটা সাহস করে মহাসড়কে মোটরসাইকেল চালানো শুরু করেন। এরপরই রাতে দুর্ঘটনার শিকার হন।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘রাত ৯টার দিকে একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আমরা ট্রাকটিকে জব্দ করেছি। তবে ট্রাকচালক ঘটনার পরেই পালিয়ে যান। লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান