হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দুর্গম চরে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতায় এইচএসএফ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম পদ্মার চরে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) আয়োজিত ‘সুকণ্যা’ প্রকল্পের আওতায় এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয়টিতে অধ্যয়নরত কিশোরীরা। 

আলোচনায় কিশোরীরা বয়ঃসন্ধিকালে তাদের মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, লোকলজ্জার কারণে দোকান থেকে তারা তাদের প্রয়োজনীয় প্যাড কিনতে পারেন না, এছাড়া চরের দোকানে পাওয়া যায় না পর্যাপ্ত প্যাড। ফলে অনেক কিশোরী মাসিক চলাকালে কাপড় ব্যবহার করেন, ফলে তাদের বিভিন্ন শারীরিক সমস্যায় পড়তে হয়। আলোচনায় কিশোরীরা জানান, এ সময় তাদের মাঝে তৈরি হয় বিষণ্নতা, কিন্তু বিষণ্নতা কাটাতে তারা পান না পরিবারের সহযোগিতা। 

কিশোরীদের বয়: সন্ধিকালীন বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর দেন ডা. তৌফিকুল করিম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন বিপ্লব, হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত। 

আলোচনা শেষে কিশোরীদের মাঝে বিনা মূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। এ ছাড়া দেওয়া হয় একটি বাক্স যেখানে রাখা হবে প্যাড, যেখান থেকে বিনা মূল্যে প্রয়োজনের সময় কিশোরীরা প্যাড নিতে পারবেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু