গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কারখানার ফ্যাক্টরি ম্যানেজার মাহবুবুর রশিদ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮২২ জন শ্রমিক রয়েছেন। আজ কারখানায় কর্মরত শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হয়। বেতন পেয়ে কারখানার শ্রমিকেরা হাসিমুখে ঘরে ফিরে যান। পরে সন্ধ্যার পর কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকের সামনে সাময়িকভাবে বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এতদ্দ্বারা ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেডের কর্মরত সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারি করোনাভাইরাসের কারণে অত্র কারখানার ব্যবসায়িক অবস্থা মন্দার দিকে গিয়েছে। ফলে নগদ মূলধনের অভাবে কাঁচামালের জোগান দিতে না পারার কারণে যথাসময়ে পণ্য রপ্তানি করা সম্ভব হয় না। যার কারণে শ্রমিকদের মজুরি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এতে মাসিক মজুরি নিয়ে ঘন ঘন অসন্তোষ, ধীর গতিতে কাজ করা এবং কর্মবিরতির কারণে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় ক্রমাগত রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণবহির্ভূত। এমতাবস্থায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা মোতাবেক কাল বৃহস্পতিবার থেকে ২৫ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের সকল সেকশনের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজ বন্ধ রাখার মেয়াদ শেষ হওয়ার কারণে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ (৮) ধারার বিধান মোতাবেক লে অফ করা হল। যে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের চাকরির মেয়াদ ১ বছরের অধিক হয়েছে তাঁদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করা হবে।
পরবর্তী সময়ে শ্রমিক কর্মচারী কারখানায় উপস্থিত থাকা ও দৈনিক হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজ বন্ধের সময়সীমা শেষ হওয়ার পূর্বে নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার বিষয়ে জানানো হবে।