হোম > সারা দেশ > ঢাকা

নীলক্ষেতে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীরা মুখোমুখি, পুলিশের সাউন্ড গ্রেনেড

আজকের পত্রিকা ডেস্ক­

নীলক্ষেতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি। ছবি: স্ক্রিনশট

রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখী অবস্থান নিয়েছেন। আজ রোববার (২৬ জানুয়ারি) রাতে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।

সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান। দুই পক্ষের মধ্যে উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।

জানা গেছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে কয়েকশ শিক্ষার্থী রাতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে গণতন্ত্র ও মুক্তি তোরণের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিতে থাকেন।

এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।

নীলক্ষেতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি। ছবি: স্ক্রিনশট

সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেছেন।

তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ