হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারে হামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে হামলার শিকার হওয়া নারী মোসা. জাহানারা বেগম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, নাসিক ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার কমুর উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৫৪) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী। ওই মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসে হুমকি দিচ্ছিলেন তাঁদের। একপর্যায়ে বুধবার সকালে বাদীর বাড়িতে হামলা করেন তিনি। লোহার রড দিয়ে বাদী এবং তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

হামলার শিকার হওয়ায় বাদী মোসা. জাহানারা বেগম বলেন, ‘২০২০ সালে আমার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তাঁর ভাই আলী হোসেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। প্রায় দুই বছর জেল খেটে সেপ্টেম্বরে জামিনে বের হন। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। মামলা না তোলায় আমার পরিবারের ওপর হামলা চালায়।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান (পিপিএম বার) জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন