নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দিবাগত রাত পৌনে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এ বিক্ষোভ থেকে দফায় দফায় হামলা চালানো হয়। এসময় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো, ত্রৈলোক্য নাথ মহারাজ স্মৃতি লাইব্রেরিসহ বহু প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চলে।
কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, হেফাজতকর্মীদের প্রতিরোধ করতে গেলে তারা পুলিশের ওপর ইট–পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের সঙ্গে হেফাজতকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। তিনি বলেন সংঘর্ষে, ৭ পুলিশসহ ১০জন আহত হয়েছেন।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী জানান, হামলাকারীরা উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের বাংলোতে ভাঙচুর করেছে।