রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভর্সিটির সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষার্থীর ছত্রভঙ্গ হয়ে মেরুল বাড্ডা, আফতাবনগর ও হাতির ঝিলের দিকে ছুটে যান।
সর্বশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে অবস্থান নিয়েছেন। রামপুরা ব্রিজ ও বাড্ডা ইউলুপের দুপাশে অবস্থান নিয়েছে পুলিশ।