হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—যাত্রাবাড়ীর জসিম উদ্দীন (১৯) ও আফতাবনগরের ইকবাল বিশ্বাস (৫০)।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে আফতাবনগর সি-ব্লকে এবং বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী আদর্শবাগ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে জসিমকে এবং সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইকবালকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জসিমের সহকর্মী মো. নাজমুল হোসেন বলেন, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বিশালপুর গ্রামে। জসিমের বাবার নাম দেওয়ান। নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তাঁরা যাত্রাবাড়ী আদর্শবাগে একটি নির্মাণাধীন ৯ তলা ভবনে কাজ করেন। সকালে ৯ তলায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান জসিম। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত ইকবালের সহকর্মী মো. মজনু বলেন, তাঁরা আফতাবনগর সি-ব্লকে ১০ তলা ভবনে কাজ করছিলেন। ওই ভবনেই থাকতেন। ইকবাল রাজমিস্ত্রির কাজ করতেন। ১০ তলায় মাচান বেঁধে কয়েকজন কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান ইকবাল। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক স্থান থেকে দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি