হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের সময় ২ ট্রাক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে অবৈধভাবে মোটরসাইকেল পারাপার করার সময় দুইটি ট্রাক আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ। মাওয়া প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন উত্তর থানা গোল চত্বরে ট্রাক দিয়ে যাওয়ার সময় আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ট্রাক দুটি আটক করা হয়। এ সময় ট্রাক দুইটির সঙ্গে চালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার করা যাবে না, এই নির্দেশনা অমান্য করে বুধবার সকাল থেকেই মোটরসাইকেল ট্রাকে করে পদ্মা সেতু পারাপার করা হচ্ছিল। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা না থাকলেও বিকেলে ট্রাকসহ ওই তিনজনকে আটক করে পুলিশ। 

তবে সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে শত শত মোটরসাইকেল ট্রাকে করে সেতু পার হয়েছে। তবে এর জন্য মোটরসাইকেল প্রতি গুনতে হয়েছে হাজার টাকা।

এ পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে চরম বিপাকে পড়েছে মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেল আরোহীদের অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে মোটরসাইকেল এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। সে কারণে তারা আজই বাড়ির পথে রওনা দিয়েছেন।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সেতুতে মোটরসাইকেল পারাপার নিষেধ থাকলেও কিছু ট্রাক আইন অমান্য করে মোটরসাইকেল পারাপার করছিল। আমরা সেগুলো বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় দুইটি ট্রাক, চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ জানান, সরকারি আদেশ অমান্য করায় তাঁদের দুজনকে পাঁচ হাজার ও একজনকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ