টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় দুধ দিয়ে গোসল করে দলত্যাগের ঘোষণা দিয়েছেন সানোয়ার হোসেন নামে এক যুবলীগ কর্মী। আজ রোববার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তাঁর গোসলের ভিডিও ছড়িয়ে পরে।
সানোয়ার হোসেন আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওই বাজারের একজন মনোহারী দোকানদার বলে জানা গেছে।
স্থানীয়রা বলছে, শনিবার উপজেলার আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটি গঠনের জন্য খাটিয়ারহাট বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্তসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সানোয়ার হোসেনসহ সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থিতা ঘোষণা করেন। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগের নেতৃবৃন্দ ওই ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে রোমান সরকারকে ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও সুরুজ আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ ছাড়া কমিটিতে ১ নম্বর কার্যনির্বাহী সদস্য-রাখা হয় সানোয়ার হোসেনকে। সভাপতি না হতে পারায় সানোয়ার ক্ষুব্ধ হন। রোববার দুপুরে স্থানীয় খাটিয়ার হাট বাজারে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দেন।
এ ব্যাপারে আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার বলেন, ‘শনিবার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সানোয়ার পদবঞ্চিত হয়ে ক্ষোভে স্থানীয় বাজারে দুধ দিয়ে গোসল করেছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। যোগ্য ও ত্যাগীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।’