হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে রাতে লোডশেডিংয়ের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের উলন রোডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাঁদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপাড় এলাকায়। ঘটনার সময় তাঁর বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন। আর শুভ নামে ওই কিশোর পিঠা কিনছিলেন। এলাকায় বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে কয়েকজন যুবক ধর ধর করতে করতে দৌড়াতে থাকে এবং পরপর তিনটি বিকট শব্দ হয়। পরে তাঁরা দুজন লক্ষ্য করেন তাঁদের শরীরে থেকে রক্ত ঝরছে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এই গুলি ছুড়েছে তা অনুমান করতে পারছেন না সাইফুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, রামপুরা উলন রোড থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলি লেগেছে। তবে কীভাবে তাঁরা গুলিবিদ্ধ হলেন তা বলতে পারছেন না।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই পক্ষের কেউ গুলিবদ্ধ না হলেও পথচারী দুজন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক