হোম > সারা দেশ > নরসিংদী

কালনী ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশের জিনারদীতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত জিনারদী রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনটি অচল হয়। এতে দুর্ভোগে পড়ে ট্রেনের যাত্রীরা। এ সময় অনেক যাত্রী ঘোড়াশাল দিয়ে বাসে করে ঢাকায় রওনা দেয়। 

রেলস্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি নেয়। ট্রেনটি ওই স্টেশন ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর দগরিয়া এলাকায় এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ট্রেনটির চালক কয়েক দফা ইঞ্জিন চালু করে কোনোরকমে জিনারদী স্টেশনে নিয়ে আসেন। 

পরে স্টেশন কর্তৃপক্ষ ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি জিনারদী স্টেশন থেকে নরসিংদী রেলস্টেশনের মাস্টারকে জানান। তিনি বিষয়টি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। বেলা দুইটার দিকে ঢাকা থেকে অতিরিক্ত ইঞ্জিনসহ উদ্ধারকারী (রিলিফ) ট্রেন জিনারদী স্টেশনে আসে। এ সময় অতিরিক্ত ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। 

নরসিংদী রেলস্টেশনের মাস্টার এ টি এম মুছা জানান, কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে জিনারদী স্টেশনে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে ঢাকা থেকে আসা অতিরিক্ত ইঞ্জিনের সহায়তায় বেলা ২টা ২০ মিনিটে ট্রেনটি গন্তব্যে রওনা হয়। এ সময়ে চট্টগ্রাম ও সিলেট থেকে ছেড়ে আসা অন্যান্য ট্রেন বিকল্প রেললাইনে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে