হোম > সারা দেশ > ঢাকা

জিএলই এক্সপোতে এআই প্রযুক্তির লিফট, চলবে ইশারায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জীবনকে সহজ করতে মানুষের প্রতিদিনকার প্রয়োজনে বেড়েছে প্রযুক্তির নির্ভরতা। হলিউডের অনেক সিনেমায় দেখা যায়, মানুষের ইশারায় লিফট চলছে। আবার ক্যামেরায় চেহারা দেখে খুলছে লিফট। এ রকম নানান প্রযুক্তির লিফটের পাশাপাশি বিভিন্ন সাইজের, কোয়ালিটির ও ডিজাইনের লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের প্রদর্শনী নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার (আইসিসিবি) হল ২-তে চলছে ‘গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো ২০২৪’। যেখানে ছোট বাসা বাড়ি থেকে শুরু করে বৃহৎ কারখানা বা শপিং মলের জন্য সব ধরনের লিফট দেখে যাচাই করার সুযোগ রয়েছে। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির লিফট নিয়ে হাজির হয়েছে ১০ দেশের ৫০ টিরও বেশি ব্র্যান্ড। ৫ম বারের মতো আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার, যা চলবে শনিবার পর্যন্ত। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পে লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের বিকাশের লক্ষ্যে আয়োজিত গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো-২০২৪ একটি আন্তর্জাতিক প্রদর্শনী। যেখানে চীন, জাপান, ইতালি, তুরস্ক, ফিনল্যান্ড, স্পেনসহ দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির প্রদর্শনী করছে। এক্সপোতে বিশ্ববিখ্যাত ফুজি ইন্টারন্যাশনাল, সিগমা, হিডোস, কোনে, হ্যান্ডক ইত্যাদি ব্র্যান্ডের লিফট ও এস্কেলেটর দেখে যাচাই করতে পারবেন দর্শনার্থীরা। বাংলাদেশে এই শিল্পে অন্তত ১৫ হাজার কোটি টাকার বাজার রয়েছে। প্রতিনিয়ত এই বাজার বাড়বে বলেও খাত সংশ্লিষ্টরা মনে করেন। তাই এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পণ্য প্রদর্শন করতে এবং দেশে বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদক ও গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেওয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা। 

গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো ২০২৪-এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনসের পরিচালক অনিতা রঘুনাথ বলেন, ‘বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। জীবনকে সহজ করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়ি সব জায়গায় এখন প্রযুক্তির জয়জয়কার। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা এনেছি বিশ্বমানের সব লিফট এস্কেলেটরের প্রস্তুতকারক ও আমদানিকারক। এগুলো গ্রাহকদের পরিবর্তিত চাহিদা মেটাতে পারবে বলে আমাদের বিশ্বাস।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব