হোম > সারা দেশ > ঢাকা

বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার-রিপিটারসহ গ্রেপ্তার ১

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ ১ জনকে গ্রেপ্তার র‍্যাব-৩। সোমবার রাত ১২টার দিকে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে (৪৭) গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ জানিয়েছে, গোয়েন্দা তথ্য এবং এর আগে র‍্যাব-৩ কর্তৃক গ্রেপ্তার অবৈধ নেটওয়ার্ক জ্যামার ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে র‍্যাব-৩ দল জানতে পারে, অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয়কারী চক্রের কতিপয় সদস্য দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল এবং বিটিআরসির প্রতিনিধি সোমবার দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। 

এ সময়, তাঁর কাছ থেকে মোবাইল নেটওয়ার্ক বুস্টার/রিপিটার ৭টি, বুস্টারের আউটডোর অ্যানটেনা ২৯টি, বুস্টারের ইনডোর অ্যানটেনা ৫৪টি, বুস্টারের কেব্ল ২টি, মোবাইল ফোন ১টি এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। 

র‍্যাব-৩ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লোকমান জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছিলেন। ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চমূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ব্যতীত অবৈধভাবে বিক্রি করে থাকে।  

গ্রেপ্তার লোকমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু