হোম > সারা দেশ > ঢাকা

বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার-রিপিটারসহ গ্রেপ্তার ১

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ ১ জনকে গ্রেপ্তার র‍্যাব-৩। সোমবার রাত ১২টার দিকে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে (৪৭) গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ জানিয়েছে, গোয়েন্দা তথ্য এবং এর আগে র‍্যাব-৩ কর্তৃক গ্রেপ্তার অবৈধ নেটওয়ার্ক জ্যামার ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে র‍্যাব-৩ দল জানতে পারে, অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয়কারী চক্রের কতিপয় সদস্য দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল এবং বিটিআরসির প্রতিনিধি সোমবার দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। 

এ সময়, তাঁর কাছ থেকে মোবাইল নেটওয়ার্ক বুস্টার/রিপিটার ৭টি, বুস্টারের আউটডোর অ্যানটেনা ২৯টি, বুস্টারের ইনডোর অ্যানটেনা ৫৪টি, বুস্টারের কেব্ল ২টি, মোবাইল ফোন ১টি এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। 

র‍্যাব-৩ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লোকমান জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছিলেন। ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চমূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ব্যতীত অবৈধভাবে বিক্রি করে থাকে।  

গ্রেপ্তার লোকমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির