হোম > সারা দেশ > ঢাকা

‘দুষ্কৃতকারীদের ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দুষ্কৃতকারীদের ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১–এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ। রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‍্যাব-১ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘র‍্যাব ফোর্সেস রাজধানীসহ সারা বাংলাদেশে টহল কার্যক্রম জোরদার করেছে। যে সব দুষ্কৃতিকারীরা অপকর্ম করার চেষ্টা করেছে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশা করি শিগগিরই তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারব।’ 

তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারীরা এবং জামায়াত-বিএনপি বিভিন্ন ধরনের ভেন্ডালিজম করেছে। প্রধান বিচারপতির বাস ভবনে আক্রমণ করেছে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে। পরবর্তীতে তারা হরতাল আহ্বান করেছে। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পিকেটিং করে সম্মানিত যাত্রীদের জান–মালের ক্ষয়ক্ষতির পাঁয়তারা করছে। যারা নাগরিকদের জান–মালের ক্ষতি করার পাঁয়তারা করছে, তাদেরকে আইনের আওতায় সোপর্দ করার জন্য সারা বাংলাদেশে র‍্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যারা পোশাক শ্রমিকদের ইন্ধন দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’ 

র‍্যাব-১ কার্যালয়ের পাশেই জামায়াতের মিছিল ও গাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দুষ্কৃতিকারীরা পালিয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।’ 

তিনি বলেন, ‘আমাদের র‍্যাব-১–এর আওতাধীন এলাকায় দেড় ডজনেরও বেশি টহল গাড়ি টহল কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছে। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা