হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির পিকেটিং, ছত্রভঙ্গ করল পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং করেছেন বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। 

আজ রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি। 

এর আগেও পাচরুখি এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত আট পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছিল। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা মহাসড়কের পাঁচরুখী এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় বিএনপি কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে তাঁদের ধাওয়া দিয়ে ছাত্রভঙ্গ করে দেওয়া হয়। 

তবে আজাদ অনুসারীদের দাবি, পুলিশ হরতাল সমর্থকদের দেখে বিনা উসকানিতে কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়ে। এতে একজন গুরুতর আহত হয়। আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনার পর পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেন। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার চেষ্টাকালে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এতে কেউ আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু