হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির পিকেটিং, ছত্রভঙ্গ করল পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং করেছেন বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। 

আজ রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি। 

এর আগেও পাচরুখি এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত আট পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছিল। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা মহাসড়কের পাঁচরুখী এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় বিএনপি কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে তাঁদের ধাওয়া দিয়ে ছাত্রভঙ্গ করে দেওয়া হয়। 

তবে আজাদ অনুসারীদের দাবি, পুলিশ হরতাল সমর্থকদের দেখে বিনা উসকানিতে কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়ে। এতে একজন গুরুতর আহত হয়। আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনার পর পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেন। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার চেষ্টাকালে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এতে কেউ আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না