টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের জামাতা ও নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ ফরিদ (৩৫), সখীপুর উপজেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান (৩২), উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন (৩২), বহেড়াতৈল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিনহাজ খান (৪২) ও সদস্য শাহাদত খান (৪০), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন (৩০) এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বহুরিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সবুজ (৩২)।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।