হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, থানায় যেতে বাধা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে (৩৫) তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা সালিস বৈঠকে মীমাংসার নাম করে ভুক্তভোগীকে থানায় যেতে বাধা দেওয়া হয়েছে।

অবশেষে স্বজনদের সহযোগিতায় ভুক্তভোগীর স্বামী আজ শুক্রবার বিকেলে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)।

ভুক্তভোগী জানান, তিনি গত মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে তাঁকে জাপটে ধরেন। এ সময় তিনি চিৎকার দিলে গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রাত ১২টার দিকে সেখানে ফেলে যান। যাওয়ার আগে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। পরে ভুক্তভোগী স্বামীকে ফোন করলে তিনি এসে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে তিনি বিষয়টি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানান।

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘ঘটনাটি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানানোর পরপরই আমাদের ওপর হুমকির মাত্রা বেড়ে যায়। তারা সালিস বৈঠক বসায়। আমাদের ওপর চাপ সৃষ্টি করে সময়ক্ষেপণ করে। থানায় আসতে বাধা দেয়। তবুও হুমকি উপেক্ষা করে থানায় এসেছি, বিচার চাই। আমার স্ত্রীর ওপর ওরা অমানুসিক নির্যাতন করেছে।’

এ বিষয়ে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ামাত্র পুলিশের দুটি টিম পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে। পাশাপাশি ধর্ষণের মতো একটি বিষয়ে যাঁরা সালিস বৈঠক করেছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক