হোম > সারা দেশ > ঢাকা

এমপিওভুক্তির দাবি ডিগ্রি তৃতীয় শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় শিক্ষক পদে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন ডিগ্রি তৃতীয় শিক্ষক ফেডারেশন। আজ বুধবার সকালে শিক্ষা ভবনে শুভেচ্ছা বিনিময় শেষে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে এ সংক্রান্ত স্মারকলিপি দিয়েছেন তারা।

এ সময় মাউশির মহাপরিচালক দ্রুত এমপিওভুক্তির তালিকায় বাদপড়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। 

শিক্ষকেরা জানান, গত বছরের ৭ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজে বিধিমোতাবেক ২০১০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ডিগ্রি তৃতীয় শিক্ষক পদে নিয়োগকৃত ৭৭০ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করে মাউশি। কিন্তু এই তালিকায় সারা দেশের বিভিন্ন এমপিওভুক্ত ডিগ্রি কলেজে বিধিমোতাবেক ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে নিয়োগকৃত প্রায় ২০০ থেকে ২৫০ শিক্ষকের নাম বাদ পড়ে যায়। তাই তাদের দাবি এসব শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। 

শিক্ষকেরা অভিযোগ করে বলেন, প্রকাশিত তালিকায় এমপিওভুক্তির শর্ত উপেক্ষা করে নানা ধরনের ভুল ও অসংগতিপূর্ণ নাম উল্লেখ করা হয়। এ সমস্ত অসংগতির মধ্যে রয়েছে, এক কলেজ ও শিক্ষকের নাম একাধিকবার প্রকাশ, এর আগে সমন্বয়ের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকের নাম অন্তর্ভুক্ত, অনার্স-মাস্টার্স শিক্ষক, নন এমপিও ডিগ্রি কলেজের শিক্ষক, সদ্য জাতীয়করণকৃত কলেজশিক্ষকের নাম অন্তর্ভুক্তিসহ বিভিন্ন ধরনের অসংগতি রয়েছে। 

এ বিষয়ে ডিগ্রি তৃতীয় শিক্ষক ফেডারেশনের সমন্বয়কারী লাবু সরকার বলেন, নতুন মহাপরিচালক দ্রুত সময়ের মধ্যে এমপিও প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে