হোম > সারা দেশ > গোপালগঞ্জ

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় (জিআর ৩৮৪ / ২৪) আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে চিকিৎসক ফারুক আহমেদকে শুক্রবার রাতে হাসপাতালের কোয়ার্টার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এমএ আলম সেলিম আজকের পত্রিকাকে বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় আদালত আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে ১২ ডিসেম্বর জরুরি বিভাগের রেজিস্ট্রারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই তারিখে হাজির না হওয়ায় পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

পরবর্তী তারিখে হাজির না হওয়ায় ওই চিকিৎসককে কারণ দর্শাতে নোটিশ করা হয়। নোটিশের জবাব না দেওয়ায় ১৯ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই