হোম > সারা দেশ > গোপালগঞ্জ

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় (জিআর ৩৮৪ / ২৪) আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে চিকিৎসক ফারুক আহমেদকে শুক্রবার রাতে হাসপাতালের কোয়ার্টার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এমএ আলম সেলিম আজকের পত্রিকাকে বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় আদালত আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে ১২ ডিসেম্বর জরুরি বিভাগের রেজিস্ট্রারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই তারিখে হাজির না হওয়ায় পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

পরবর্তী তারিখে হাজির না হওয়ায় ওই চিকিৎসককে কারণ দর্শাতে নোটিশ করা হয়। নোটিশের জবাব না দেওয়ায় ১৯ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন