হোম > সারা দেশ > ঢাকা

কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দিদার (৩০) নামে আরেক যুবক।

মঙ্গলবার (৬মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যরা তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় সাকিবকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবের বাবা মোতালিব হোসেন মুঠোফোনে জানান, তাদের বাড়ি সিলেট সদরে। মিরপুর ১ নম্বর সেকশনের কলওয়ালা পাড়ায় থাকতেন সাকিব।

আহত দিদার জানান, তিনি দুর্ঘটনা এলাকায় একটি লেপ-তোষকের দোকানে কাজ করে। আর সাকিব একটি কাপড়ের দোকানে কর্মচারী। আজ তাদের দুজনেরই ছুটি থাকায় বিকেলে দিদারের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলও সাকিব। মিরপুর থেকে গুলিস্তানের দিকে আসার পথে কাকরাইল চার্চ সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনই ছিটকে পড়ে। আইল্যান্ডে সাথে ধাক্কা লেগে আহত হন দু’জনেই।

রমনা থানার উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, কাকরাইল চার্চ সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী আহত হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাকিবকে সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। আর দিদারকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম হাত ভেঙ্গে গেছে।

সাকিবের মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব