হোম > সারা দেশ > ঢাকা

পা পিছলে বুড়িগঙ্গায় শিশু, লাফিয়ে উদ্ধার করলেও বাঁচাতে পারলেন না বাবা

ঢামেক প্রতিবেদক

বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাসার কিছুটা দূরে রূপনগর নৌকাঘাটে খেলছিল শিশু মইনুদ্দিন (৬)। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পড়ে তলিয়ে যায়। নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধার করে হাসপাতালে নিলেও শিশুটিকে বাঁচানো যায়নি। 

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর রূপনগর নৌকাঘাটে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির বাবা মো. ফিরোজ মিয়া বলেন, তাঁদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পুকুরপাড় গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট রূপনগর ৩ নম্বর গলিতে ভাড়া থাকেন। তিনি ভ্যানচালক। চার ভাই, এক বোনের মধ্যে মাইনুদ্দিন ছিল তৃতীয়। 

তিনি বলেন, ‘বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাসার কিছুটা দূরে রূপনগর নৌকাঘাটে খেলছিল। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পড়ে তলিয়ে যায়। জানতে পেরে আমি নিজেই নদীতে নেমে ছেলে মাইনুদ্দিনকে উদ্ধার করি এবং দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরাঙ্গীরচর এলাকায় স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, কামরাঙ্গীরচর এলাকায় নদীর পানিতে ডুবে গিয়েছিল ওই শিশু। মরদেহ মর্গে রাখা হয়েছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট