হোম > সারা দেশ > ঢাকা

পা পিছলে বুড়িগঙ্গায় শিশু, লাফিয়ে উদ্ধার করলেও বাঁচাতে পারলেন না বাবা

ঢামেক প্রতিবেদক

বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাসার কিছুটা দূরে রূপনগর নৌকাঘাটে খেলছিল শিশু মইনুদ্দিন (৬)। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পড়ে তলিয়ে যায়। নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধার করে হাসপাতালে নিলেও শিশুটিকে বাঁচানো যায়নি। 

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর রূপনগর নৌকাঘাটে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির বাবা মো. ফিরোজ মিয়া বলেন, তাঁদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পুকুরপাড় গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট রূপনগর ৩ নম্বর গলিতে ভাড়া থাকেন। তিনি ভ্যানচালক। চার ভাই, এক বোনের মধ্যে মাইনুদ্দিন ছিল তৃতীয়। 

তিনি বলেন, ‘বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাসার কিছুটা দূরে রূপনগর নৌকাঘাটে খেলছিল। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পড়ে তলিয়ে যায়। জানতে পেরে আমি নিজেই নদীতে নেমে ছেলে মাইনুদ্দিনকে উদ্ধার করি এবং দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরাঙ্গীরচর এলাকায় স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, কামরাঙ্গীরচর এলাকায় নদীর পানিতে ডুবে গিয়েছিল ওই শিশু। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা