গাজীপুরের টঙ্গীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে পশ্চিম আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মোশারফ মিয়া (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোশারফ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কাশিমপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে। তিনি টঙ্গী পশ্চিম আরিচপুর এলাকার জনৈক নূরু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোশারফ ও শিশুটির পরিবার একই বাসার পাশাপাশি দুটি কক্ষে ভাড়া থাকে। সোমবার রাতে শিশুটি তার কক্ষে গেলে মোশারফ তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে শিশুটির মা রাতেই থানা-পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ অভিযুক্ত মোশারফকে থানায় নিয়ে যায়।
শিশুটির মা বলেন, ‘আমরা একই বাড়িতে পাশাপাশি দুটি কক্ষে বাস করি। আমার মেয়ে প্রায়ই মোশরফের কক্ষে যেত। গতকাল বিকেলে গেলে মোশারফ ধর্ষণের চেষ্টা করে। আজ মঙ্গলবার থানায় মামলা করেছি।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে ধর্ষণচেষ্টার খবর পেয়ে অভিযুক্ত তরুণকে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’