হোম > সারা দেশ > ঢাকা

৩ দফা দাবিতে নীলক্ষেত অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি

তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। পরে শিক্ষকদের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে চলে যান তাঁরা। 

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—১. পরীক্ষার খাতা পুনঃ বিবেচনা করে নতুন রেজাল্ট দেওয়া, ২. দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা ও ৩. প্রতিবছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা। 

আন্দোলনকারী কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী বলেন, ‘৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হয়েছে। কিন্তু ওইভাবে বিবেচনা করা হয়নি। আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাস করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণকারীর রেজাল্ট অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনো দাবিই মানছে না। তাই আজ আমরা অবরোধ করেছি।’ 

এ সময় শিক্ষার্থীরা—‘আমাদের দাবি মানতে হবে’, ‘দাবি মোদের একটাই’, ‘উই ওয়ান্ট প্রমোশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় রাস্তার তীব্র যানজট সৃষ্টি হয়। এতে পথচারী ও গাড়িচালকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। 

পরে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক এসে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেন। আন্দোলনকারীরা তারপরও তাঁদের কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা ও শিক্ষকদের অনুরোধে আন্দোলনকারীরা নীলক্ষেত মোড় ত্যাগ করেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে