হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে দেয়াল ধসে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় রমজান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি ওয়ার্কশপের কর্মী ছিল।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দেয়াল চাপা পড়ে সে। পরে স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত আড়াইটার দিকে মৃত্যু হয় তার।

হাসপাতালে মৃত রমজানের বড় ভাই রবিউল ইসলাম বলেন, তাঁদের বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামে। বর্তমানে খিলগাঁওয়ের তালতলা শৌলভীরটেক এলাকায় থাকেন তাঁরা। বাবার নাম মো. সেলিম। রমজান নবীনবাগে একটি ওয়ার্কশপে কাজ করত।

রবিউল আরও বলেন, গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় রমজান। পরে জানতে পারি, আফতাবনগর প্রজেক্ট এলাকায় দেয়াল ধসে সে আহত হয়েছে। বন্ধুরা তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় রমজানের।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, গতকাল সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে আফতাবনগর প্রজেক্টের নির্মাণাধীন ভবনের দেয়ালে উঠলে দেয়ালটি ধসে নিচে পড়ে যায় রমজান। আহতাবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার