হোম > সারা দেশ > ঢাকা

আইফোন কিনে না দেওয়ায় বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি, অবশেষে ধরা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ১৭ বছর বয়সী কিশোর বাসায় আইফোন কিনে দেওয়ার দাবি করে। কিন্তু পরিবার নাকচ করে দেওয়ায় টাকা জোগাতে শুরু করেন চুরি, এতে সফলও হয়। তবে কেনা হলো না আইফোন, তাঁর আগেই সে গ্রেপ্তার হয় পুলিশের হাতে। 

আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ বলছে, আইফোনের টাকা জোগাতে এক বন্ধুকে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মনিপুরের একটি বাসায় দ্বিতীয় তলায় চুরি করেন ওই কিশোর। তারা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার বেশি মালামাল নিয়ে যান। তাঁদের গতিবিধির দৃশ্য ধরা পড়ে একটি দোকানের সিসিটিভি ফুটেজে। 

গতকাল মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। 

ওসি মহসীন বলেন, সে পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করে। কিন্তু পরিবার তাঁকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চুরি পরিকল্পনা করে। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করে। 

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন