হোম > সারা দেশ > ঢাকা

রাজউকে দুর্নীতির অভিযোগে ভূমিমালিকদের বিক্ষোভ, ড্যাপ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড্যাপ বাতিলের দাবিতে ক্ষতি ভূমির মালিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে আজ মঙ্গলবার রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন ঢাকার বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত ভূমিমালিকেরা।

ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ‘টেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবি জানানো হচ্ছে। দাবি মানা না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাজউক একই এলাকায় ভবন নির্মাণে বৈষম্য করছে এবং এটি দুর্নীতির আখড়া। তাঁরা ভূমির মালিকদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন আইন প্রণয়নের সমালোচনা করেন। অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. দেওয়ান এম. এ. সাজ্জাদ ২০০৮ সালের ড্যাপ নীতি পুনর্বহালের দাবি জানান।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেজাউল হোসেন বলেন, রাজউক জনস্বার্থের পরিপন্থী আইন তৈরি করছে এবং অর্থের বিনিময়ে নকশা অনুমোদন করছে। তিনি গুলশান ও বারিধারার জন্য এক আইন এবং অন্যান্য এলাকার জন্য ভিন্ন আইনের তীব্র সমালোচনা করেন।

ক্ষতিগ্রস্ত ভূমিরমালিকেরা কৃষিজমি ধ্বংসকারী ও জলাধার আইন ভঙ্গকারী ড্যাপ (২০২২-৩৫) বাতিলের দাবি জানিয়েছেন। তাদের দাবি না মানলে রাজউকের চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তাঁরা। আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হলে লাখ লাখ জমির মালিক নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নতুন ড্যাপের কারণে ২ লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অ্যাসোসিয়েশন দাবি করেছে। এর আগেও তাঁরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট