হোম > সারা দেশ > ঢাকা

রাজউকে দুর্নীতির অভিযোগে ভূমিমালিকদের বিক্ষোভ, ড্যাপ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড্যাপ বাতিলের দাবিতে ক্ষতি ভূমির মালিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে আজ মঙ্গলবার রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন ঢাকার বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত ভূমিমালিকেরা।

ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ‘টেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবি জানানো হচ্ছে। দাবি মানা না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাজউক একই এলাকায় ভবন নির্মাণে বৈষম্য করছে এবং এটি দুর্নীতির আখড়া। তাঁরা ভূমির মালিকদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন আইন প্রণয়নের সমালোচনা করেন। অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. দেওয়ান এম. এ. সাজ্জাদ ২০০৮ সালের ড্যাপ নীতি পুনর্বহালের দাবি জানান।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেজাউল হোসেন বলেন, রাজউক জনস্বার্থের পরিপন্থী আইন তৈরি করছে এবং অর্থের বিনিময়ে নকশা অনুমোদন করছে। তিনি গুলশান ও বারিধারার জন্য এক আইন এবং অন্যান্য এলাকার জন্য ভিন্ন আইনের তীব্র সমালোচনা করেন।

ক্ষতিগ্রস্ত ভূমিরমালিকেরা কৃষিজমি ধ্বংসকারী ও জলাধার আইন ভঙ্গকারী ড্যাপ (২০২২-৩৫) বাতিলের দাবি জানিয়েছেন। তাদের দাবি না মানলে রাজউকের চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তাঁরা। আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হলে লাখ লাখ জমির মালিক নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নতুন ড্যাপের কারণে ২ লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অ্যাসোসিয়েশন দাবি করেছে। এর আগেও তাঁরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা