হোম > সারা দেশ > ঢাকা

দুই দিনব্যাপী বিপিও সামিট শুরু হচ্ছে শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের সম্মেলন ‘বিপিও সামিট বাংলাদেশ-২০২৫’ শুরু হচ্ছে শনিবার। রাজধানীর সেনাপ্রাঙ্গণ ভেন্যুতে ২১ ও ২২ জুন দুদিনব্যাপী চলবে এই সম্মেলন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

বাক্কো জানিয়েছে, শনিবার (২১ জুন) সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে এবং রোববার (২২ জুন) মেলার সমাপনী হবে সন্ধ্যা ৭টায়। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘বিপিও ২.০: রেভল্যুশন টু ইনোভেশন’, যা নতুন সম্ভাবনাময় বাংলাদেশ রূপান্তরের প্রতিচ্ছবি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ড. আনিসুজ্জামান চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি থাকছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক মো. আবু সাঈদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মু. নজরুল ইসলাম, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম এবং বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

এবারের মেলায় ৩০টি দেশীয় ও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বা বিপিও প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা উপস্থাপনের সুযোগ পাবে। সামিট হবে এক আন্তর্জাতিক গ্রাহকসেবা ও অভিজ্ঞতাকেন্দ্রিক মিলনমেলা। এ ছাড়া মেলায় ৯টি তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করবেন আইটিইএস ক্রেতা প্রতিষ্ঠানসমূহ ও আন্তর্জাতিক খ্যাতনামা বিশেষজ্ঞরা। অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সামিটটি একটি বিশ্বমানের প্ল্যাটফর্মে পরিণত হবে। একই সঙ্গে এই মেলায় থাকবে জব ফেয়ারও। আগ্রহীদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হবে, বিপিও খাতে চাকরির সুযোগ তৈরি করা হবে এবং যোগ্য প্রার্থীদের জন্য নিয়োগের ব্যবস্থা থাকবে।

মেলার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে থাকছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন