হোম > সারা দেশ > ঢাকা

পুত্রবধূকে নির্যাতন: গ্রেপ্তার হলেন সেই শ্বশুর-শাশুড়ি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পুত্রবধূ শ্যামলী খাতুনকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি। শুক্রবার মধ্যরাতে শ্বশুর নজরুল ইসলাম (৫৬) ও শাশুড়ি ফাতেমা খাতুনকে (৫০) কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, 'শুক্রবার রাত সাড়ে ১২টায় শ্যামলী খাতুন হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী নিজেই মামলার বাদী হয়েছেন। এরপর আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।'

নিজের মা-বাবা গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্যামলী খাতুনের স্বামী রাজু আহমেদ। তিনি বলেন, 'যিনি অন্যায় করছেন তার বিচার হোক আমি এটাই চাই। আমার মা-বাবা হলেও এই গ্রেপ্তারে আমি খুশি। আমার স্ত্রী এখনও অসুস্থ। সে ঠিকভাবে কথা বলতে পারছে না, খেতেও পারছে না। আমি চাই আমার মা-বাবার বিচার হোক।'

গত বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে শাশুড়ির নির্যাতনের শিকার হন পুত্রবধূ শ্যামলী খাতুন। এ সময় রাজু আহমেদ বাসার বাইরে ছিলেন। বাসায় ফিরে তিনি স্ত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তখনই তিনি ১০৯ জাতীয় হেল্পলাইনে ফোন করে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর ১০৯ থেকে যোগাযোগ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

১০৯ হেল্পলাইনের ইনচার্জ রাইসুল ইসলাম এ বিষয়ে বলেন, 'অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। আমরা এখনো বিষয়টি তদারকি করছি। ভুক্তভোগীকে সব সহায়তা আমরা দিচ্ছি। আমাদের আইনজীবী আছেন, যিনি ভুক্তভোগীর মামলা সংক্রান্ত সবকিছু দেখবেন। ভুক্তভোগীকে কাউন্সেলিং এর ব্যবস্থাও আমরা করবো।'

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার