নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আঙুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। বিচার বিভাগের ন্যূনতম দুষ্ট ক্ষতকে আমরা প্রশ্রয় দেব না। তবে বিচার বিভাগ নিয়ে গঠনমূলক আলোচনা-সমালোচনাকে স্বাগত জানাই।’
আজ রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি বলেন, ন্যায়বিচার পাওয়া বিচারপ্রার্থী জনগণের প্রতি দয়া নয়, এটা তাঁদের অধিকার। এ সময় তিনি মামলার জট কমানো এবং বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।
এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের প্রধান বিচারপতির ১ নম্বর বিচারকক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।