হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে সৌদি রিয়ালসহ গ্রেপ্তার ২ 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের ৬৯৭.৭৫ দিরহামসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। গ্রেপ্তাররা হলেন-এস এম আরিফ আহমদ ও আসলাম উদ্দিন। বিমানবন্দরের চেকিং রো থেকে আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৪৭ ফ্লাইটে দুবাইগামী দুই যাত্রীকে ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতে দিরহামসহ গ্রেপ্তার করেছে অ্যাভসেকের গোয়েন্দা দল। গ্রেপ্তারকালে আরিফ আহমদ ও আসলাম উদ্দিনের ব্যাগ ও শরীর তল্লাশি করে ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ৬৯৭.৭৫ দিরহাম জব্দ করা হয়।’   

এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, ‘গ্রেপ্তাররা অবৈধভাবে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করছিলেন।’ 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান। 

বিমানবন্দর সূত্রে জানান যায়, বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার হওয়া দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, মানি লন্ডারিং আইন, শুল্ক আইন ও ফরেন রেজুলেশন অ্যাক্টে মামলা করা হবে।

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার