হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে সজীব মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে সাতারকুলের পশ্চিম পদরদিয়া মসজিদের গলির সততা ফার্নিচার কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত সজীব ওই কারখানার বার্নিশ মিস্ত্রি ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার শিমুলতলা মোল্লাবাড়ির ফারুক মোল্লার ছেলে।

সততা কারখানার মালিক মো. রাজিব মোল্লা জানান, সজীব পাঁচ বছর ধরে এখানে কাজ করছে। অন্য একটি ছেলের সঙ্গে কারখানার দোতলায় থাকত। গতকাল সন্ধ্যার দিকে সিফাত নামের ওই ছেলে বাইরে যায়। রাত সাড়ে ১০টার দিকে কারখানায় এসে সজীবকে ডাকাডাকি করতে থাকে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মওলা জানান, রাতে জরুরি নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারখানার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেখানে ভিডিও কল চালু ছিল। ধারণা করা হচ্ছে, কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে ভিডিও কলে রেখে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট