হোম > সারা দেশ > ঢাকা

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রমও বাড়াতে হবে: মেয়র আতিক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমও বাড়াতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। শিক্ষা, দীক্ষা ও খেলাধুলা এই তিনটির সমন্বয়ে একজন সুনাগরিক হতে হবে।’ 

আজ শুক্রবার বিকেলে উত্তরা কল্যাণ সমিতির আয়োজনে পাড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মেয়র আতিক বলেন, ‘বর্তমানে ছেলেমেয়েরা বাইরে বের হতে চায় না। সবাই ঘরে বসে মোবাইল ফোনে গেমস খেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। এর ফলে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রতিটি পাড়ায় ও মহল্লায় সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে।’ 

মেয়র আতিক আরও বলেন, ‘একটা সময় মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় জারিগান, সারিগান ও পালাগান হতো যেগুলো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। সবাই এখন মোবাইল জগতে ব্যস্ত হয়ে পরেছি। আমি চাই সবাই বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণ করুক। আমাদের ঘর থেকে বের হয়ে মাঠে যেতে হবে।’ 

নগরবাসীকে আসন্ন রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘রমজান মাসে আমরা সবাই ইবাদত করব এবং সেই সঙ্গে এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।’ 

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদি এবং তুরস্ক দূতাবাসের প্রতিনিধি। 

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা