হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় রিয়া মণি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পরিবার।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার আব্দুল্লাপুর গোয়ালপাড়া এলাকায় বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

রিয়া সৌদি প্রবাসী মো. সবুজ বেপারীর স্ত্রী। তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। রাত ৮টার দিকে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তার শ্বশুরবাড়ির লোকজন জানান।

তবে নিহতের নিকটাত্মীয় সজিব মোল্লা জানান, রিয়া মণিকে তার শাশুড়ি প্রায়ই নির্যাতন করতেন। পরিবারের অভিযোগ, তার শাশুড়ি হোসনেআরা বেগম, দুই ননদ সাথী ও বিথী এবং ননদের জামাইরা মিলে তাকে খুন করেছে।

তিনি আরও বলেন, ওই এলাকার চেয়ারম্যান আমাদের ফোন দিয়ে বলেছেন রিয়া ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা এসে দেখি খাটের উপর মরদেহ রাখা। ওরা রিয়াকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

তিন বছর আগে উপজেলার পাঁচগাঁও গ্রামের আতাউর পাইকের মেয়ে রিয়া মণির সঙ্গে একই উপজেলার আবদুল্লাপুর গ্রামের সবুজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সৌদি আরবে থাকেন সবুজ।

আব্দুল্লাপুর ইউপি চেয়রাম্যান আ. রহিম এ ব্যাপারে বলেন,  শুনেছি শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে, তাই ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূ পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার