হোম > সারা দেশ > ঢাকা

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে বিএনপি। আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্যের প্রসঙ্গ টেনে এই প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়তো হবে না, একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার।’

আজ শনিবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিস এই আয়োজন করে।

সালাহ উদ্দিন বলেন, ‘রাজনীতিতে আসা আমাদের নতুন বন্ধুরা একটি প্রস্তাব করেছেন। একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়, এ রকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু রাজনীতির অভিধানে এ রকম কোনো শব্দ নেই।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে নতুন রাষ্ট্রে সংবিধান প্রণয়নের জন্য ফোরাম। যেখানে এ টু জেড সংবিধান সংশোধনের এখতিয়ার জাতীয় সংসদের, সেখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। কেউ মনে চাইলে এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নেই।’

এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসে ছাত্রদলের এক অনুষ্ঠানে নারী-শিশুর প্রতি সহিংসতা ও নিপীড়ন নিয়ে উদ্বেগের কথা জানান সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সে জন্য অন্তর্বর্তী সরকারের উচিত পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, কেন দেশে নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে নারীরা ধর্ষণ-নিপীড়নের শিকার হয়েছেন। কারণ, তখন বিচারহীনতার সংস্কৃতি ছিল। কিন্তু আজকে কেন বাসে নারী ধর্ষণ হচ্ছে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কী করছে? সরকারকে তো নরম হলে চলবে না।’

এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নারী দিবসের শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলা দল।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে ‘মব জাস্টিস’ নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্ন তোলেন সেলিমা রহমান। তিনি বলেন, ‘গত ৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ তাদের বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? বাসে বাসে হচ্ছে, পথেঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে।’

সমাবেশে মব জাস্টিসের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন একটি কথা বেরিয়েছে—মব কালচার। এই মব কালচার সৃষ্টি হলো কেন? আজকের অন্তর্বর্তী সরকার তো সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে সমাজে কত যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। কত নারী ও কন্যাশিশু নিপীড়িত হচ্ছে, এর পরিসংখ্যান যা আসে তা অল্প।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশের পর কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় হয়ে আবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১