হোম > সারা দেশ > ঢাকা

বিপিএলে ফ্র্যাঞ্চাইজি যোগ হলে খরচ বেড়ে যাবে: পাপন

সাভার (ঢাকা) প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা তা বলা মুশকিল। যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে।’ 

পাপন আরও বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম। এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপন’ অনুষ্ঠানে উপস্থিত হন যুব ও ক্রীড়া মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন। 

যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম তাহলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নাই।’ 

পাপন বলেন, ‘বিপিএল শেষ হওয়ার সঙ্গেসঙ্গে শ্রীলঙ্কা সিরিজ খেলতে হচ্ছে। আমাদের তো একটা মিনিমাম ব্রেক দেওয়া লাগে। তারপরে এখন শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন লীগ। সামনে আরও সিরিজ, বিশ্বকাপ। টাইম স্লটটা যত বড় হবে, টাইম স্লট পাওয়া তত কঠিন হবে। বাইরের অবকাঠামোগুলো সব জায়গায় এ রকম নেই যে, আমরা ৪-৫টা টিম নিয়ে একটা জায়গায় খেলতে পারি।’ 

বাংলাদেশে পর্যাপ্ত স্টেডিয়াম আছে উল্লেখ করে পাপন বলেন, ‘বিভিন্ন আনুষঙ্গিক জিনিস যেমন হোটেল দরকার সব জায়গায় সে সুযোগগুলো নেই। আমাদের আলটিমেটাম অবজেকটিভ হচ্ছে আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব।’ 

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই এরপরেও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল