হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

প্রতিবেদক, ঢামেক

বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে হাত বিচ্ছিন্ন হলো নুর উদ্দিন (১৭) নামে এক কিশোরের। আজ বুধবার সকালের দিকে বিমানবন্দর রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নুর উদ্দিনের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এর পাশাপাশি তার পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর জানান, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস নামে একটি ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে থামার সময় যাত্রী নুর উদ্দিন নামার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে। এতে তার বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি বাঁ পায়ের পাতাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

হাসপাতালে আহত নুর উদ্দিন জানায়, তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। তার মা মনিরা বেগমকে খুঁজতে ট্রেনে করে ঢাকায় আসে সে। তার বাবার নাম মৃত মন্টু মিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত নুর উদ্দিনের বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকেরা। 

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট