হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

প্রতিবেদক, ঢামেক

বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে হাত বিচ্ছিন্ন হলো নুর উদ্দিন (১৭) নামে এক কিশোরের। আজ বুধবার সকালের দিকে বিমানবন্দর রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নুর উদ্দিনের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এর পাশাপাশি তার পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর জানান, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস নামে একটি ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে থামার সময় যাত্রী নুর উদ্দিন নামার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে। এতে তার বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি বাঁ পায়ের পাতাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

হাসপাতালে আহত নুর উদ্দিন জানায়, তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। তার মা মনিরা বেগমকে খুঁজতে ট্রেনে করে ঢাকায় আসে সে। তার বাবার নাম মৃত মন্টু মিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত নুর উদ্দিনের বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকেরা। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট