হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বোনের প্রেমিককে পিটিয়ে হত্যা মামলায় ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোনের প্রেমিককে পিটিয়ে হত্যার মামলায় সাগর চন্দ্র দাসকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত সাগর উপজেলার কলাগাছিয়া এলাকার বাবুল চন্দ্র দাসের ছেলে। গত ২১ জুন বোনের প্রেমিক পান্ত চন্দ্র দাসকে পিটিয়ে গুরুতর জখম করেন তিনি। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটির এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, নিহত পান্ত চন্দ্র দাসের সঙ্গে বাবুল চন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ জুন রাতে পান্ত তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সাগরসহ তাঁর স্বজনেরা পান্তকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। পরিবারের লোকজন খবর পেয়ে পান্ত দাসকে বাবুলের বাড়ির রান্নাঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। 

পান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জুন মারা যান তিনি। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। 

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ